গাছের অভাবে আজ পরিবেশ ধুঁকছে। বিশ্ব অরণ্য দিবসে সেই বার্তা দিতেই দুর্গাপুর উইমেনস্ কলেজে এনসিসি ছাত্রীরা মঙ্গলবার কলেজে বিভিন্ন গাছের চারা লাগায় ও গাছের পরিচর্যা করে। পাশাপাশি গাছে আশ্রিত বিভিন্ন পাখি যাতে নিরাপদে বাস করতে পারে তার জন্য এনসিসি ছাত্রীরা মাটির হাঁড়ির বাসা গাছে ঝুলিয়ে দেয়। এইভাবেই অভিনব উপায়ে বিশ্ব অরণ্য দিবস পালন করল দুর্গাপুরের উইমেনস্ কলেজের ছাত্রীরা। বর্ধমান শহরেও বিভিন্ন স্কুলের এনসিসি ছাত্র-ছাত্রীরা গাছ লাগায় এবং গাছের পরিচর্যা করে।

প্রসঙ্গত, মানবজীবনে অরণ্যের গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে ১৯৭১ সালে ইউরোপিয়ান কনফেডারেশন অফ এগ্রিকালচার-এর ২৩তম সাধারণ সভায় এই দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বছরেই রাষ্ট্রপুঞ্জের ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন দিনটি পালনের অনুমোদন দেয়।

Like Us On Facebook