আইএসজিপিপি (ইনস্টিটিউশনাল স্ট্রেংথনিং অফ গ্রাম পঞ্চায়েত প্রোগ্রাম) প্রকল্পের কাজ দেখতে খণ্ডঘোষের কৈয়ড় পঞ্চায়েতে এলেন বিশ্বব্যাঙ্কের এক প্রতিনিধিদল। মঙ্গলবার তাঁরা কৈয়ড় পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম ঘুরে দেখেন। স্থানীয় মানুষজনের সঙ্গে তাঁরা পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে কথা বলেন।

এদিন বিশ্বব্যাঙ্কের তিন প্রতিনিধি জিডি মরগ্যান, জেমস ক্রিশ্চিয়ান, ভানিটা কাম্মু কৈয়ড় গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম খতিয়ে দেখেন। সেখানে আগামী আর্থিক বছরে কি কি পরিকল্পনা গড়া হয়েছে, কিভাবে সামাজিক পরিবেশ গড়ে তোলা হচ্ছে, অনুন্নত সম্প্রদায়ের কাছে কিভাবে সুফল পৌঁছাচ্ছে এবং আদপেই তা পৌঁছাচ্ছে কিনা সব বিষয়টিই তাঁরা খতিয়ে দেখেন। পঞ্চায়েতের সমস্ত সদস্যদের সঙ্গেও তাঁরা কথা বলেন।

Like Us On Facebook