বর্ধমান শহরের ভিতর থেকে পাইকারি ফল, মাছ ও আনাজের বাজার সরিয়ে ফেলার জেলা প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামল বেঙ্গল চেম্বার অফ ট্রেডাস। রবিবার শহরের প্রাণকেন্দ্র কার্জনগেট চত্বরে ব্যবসায়ীদের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হল। অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে আগামী দিনে ধর্মঘট ও অনশন আন্দোলনের পথে নামার হুমকিও দেওয়া হয় ব্যবসায়ীদের পক্ষ থেকে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্ধমান শহরকে যানজট মুক্ত করতে বিসি রোড সংলগ্ন পাইকারি বাজার জেলার কৃষি খামার চত্বরে অবস্থিত কৃষাণ বাজারে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। সেই অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যে পাইকারি বাজার সরিয়ে নিয়ে যাওয়ার বিজ্ঞপ্তিও জারি করা হয়। জানা গেছে, শহরকে দূষণ ও যানজট মুক্ত করতে জেলা প্রশাসন বিসি রোড ও তেঁতুলতলা বাজার সংলগ্ন ফল, মাছ ও আনাজের পাইকারি বাজার সরাতে বদ্ধপরিকর।

Like Us On Facebook