আসানসোলে রেলের উচ্চ মাধ্যমিক স্কুলকে সিবিএসই বোর্ডের আওতায় আনার সিদ্ধান্তের প্রতিবাদে ডিআরএমকে স্মারকলিপি দিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সংগঠনের পশ্চিম বর্ধমান শাখার প্রতিনিধিরা। জানা গেছে, আসানসোলের ইস্টার্ন রেলওয়ে হাই স্কুল বর্তমানে রাজ্য বোর্ডের আওতায় আছে। সেটিকে সিবিএসই বোর্ডের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে রেল। এরই প্রতিবাদে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিআরএম প্রশান্ত মিশ্রকে স্মারকলিপি দেন পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সংগঠনের পশ্চিম বর্ধমান শাখার প্রতিনিধিরা।

পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সংগঠনের পশ্চিম বর্ধমান শাখার সভাপতি রাজীব মুখার্জী বলেন, ‘প্রায় ১২৫ বছরের পুরানো আসানসোলের ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলটিকে বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চলছে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় ডিআরএমকে স্মারকলিপি দেওয়া হয়। আলোচনা ইতিবাচক হলেও ছাত্র, শিক্ষক ও আসানসোলবাসীর স্বার্থে লিখিত প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’ তিনি আরও বলেন, ‘স্কুলে সিবিএসই বোর্ড চালু করলেও রাজ্য বোর্ড তোলা যাবে না।’

Like Us On Facebook