পানীয় জলের সংকট নিয়ে ডিএসপি’র টাউন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং-এর মিটিংকে কেন্দ্র করে দুর্গাপুর ইস্পাত নগরীতে রবিবার চরম উত্তেজনা ছড়াল। মিটিং-এ গত দুই দিন ধরে দুর্গাপুর ইস্পাত নগরীতে পানীয় জলের পাইপ লাইনে কাজ চলায় পানীয় জলের চরম সংকট দেখা দিয়েছে। প্রবল গরমে পানীয় জলের সংকটে ইস্পাত নগরীর মানুষের দিশাহারা অবস্থা। দুর্গাপুর ইস্পাত নগরীর বাসিন্দাদের ব্যবহারের জন্য পাইপ লাইনের মাধ্যমে সরবরাহ করা জলই একমাত্র ভরসা। এখানে কুয়ো বা টিউবওয়েলের কোন ব্যবস্থাও নেই। স্বাভাবিক ভাবেই পানীয় জলের গত দুই দিন ধরে সরবরাহ না থাকায় ইস্পাত নগরীর বসবাসকারীদের নাভিশ্বাস উঠেছে। এই নিয়েই ইস্পাত নগরীর টিএ বিল্ডিং এ রবিবার ডিএসপি কর্তৃপক্ষ ও শাসকদলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি দলীয় কর্মীদের এক বৈঠক হয়। পাইপ লাইন সারিয়ে কখন পানীয় জল সরবরাহ ইস্পাত নগরীতে স্বাভাবিক হবে প্রশ্ন তোলেন শাসক দলের কর্মীরা। ডিএসপি কর্তৃপক্ষ সন্তোষজনক উত্তর না দিতে পারায় টিএ বিল্ডিং এর  আধিকারিক গৌতম সাহা ও অন্যান্য আধিকারিকদের উপর শাসক দলের কর্মীরা ছড়াও হন বলে ডিএসপি কর্তৃপক্ষের অভিযোগ। ডিএসপি কর্তৃপক্ষ অভিযুক্তদের নামে দুর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন বলে সুত্র মারফৎ জানা গেছে। ডিএসপি কর্তৃপক্ষ পানীয় জল সরবরাহ করতে না পারায় নজর ঘুরিয়ে দেওয়ার পাল্টা পরিকল্পনা বলে অভিযোগ অভিযুক্তদের। এদিকে ডিএসপি কর্তৃপক্ষের আধিকারিকদের উপর চড়াও হওয়া নিয়ে ফের তৃণমুল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্ধ সামনে এল। তৃনমুল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির অপর এক গোষ্ঠীর নেতারা অভিযুক্তরা তৃণমুল কংগ্রেসের দলীয় কর্মী নয় বলে সাফ জানিয়ে দিল।

Like Us On Facebook