বামেদের নবান্ন অভিযান শেষ করে বর্ধমান ফেরার পথে ভলভো বাসের ধাক্কায় বর্ধমান সদর মহকুমা পুলিশ আধিকারিক সৌমিক সেনগুপ্ত এবং নিরাপত্তারক্ষীর জখম হওয়ার ঘটনায় পুলিশ গ্রেপ্তার করল ভলভো বাসের চালককে। আটক করা হয়েছে বাসটিকেও। মঙ্গলবার ধৃত বাস চালককে আদালতে তোলা হলে জেল হেফাজতে পাঠিয়ে ফের তাকে বুধবার আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন সিজেএম সঞ্জয় রঞ্জন পাল। আদালত সূত্রে জানা গেছে, সোমবার কলকাতায় বামেদের নবান্ন অভিযানের ডিউটি সেরে সন্ধ্যায় একটি বোলেরো গাড়িতে বর্ধমান ফিরছিলেন সৌমিক সেনগুপ্ত এবং তাঁর দেহরক্ষী পূর্ণেন্দু দে। পথে পালসিট ফাঁড়ির কাছে জাতীয় সড়কে লেন পরিবর্তন করার সময় কলকাতামুখী ভলভো বাসটি সামনে পুলিশের গাড়ি আসতে দেখে দ্রুত পালাতে চেষ্টা করে। এই সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়িটিতে ধাক্কা মারে ভলভো বাসটি। পরে পুলিশ ওই ভলভো বাসটিকে আটক করে। গ্রেপ্তার করা হয় বাসের চালক গলসীর বাসিন্দা সুজিত দাস বৈরাগ্যকে। এই ঘটনায় সোমবারই মহকুমা পুলিশ আধিকারিক এবং তাঁর দেহরক্ষীকে বর্ধমানের একটি বেসরকারী নার্সিংহোমে ভর্তি করা হয়। নিরাপত্তারক্ষীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও ভর্তি রয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক।

Like Us On Facebook