প্রয়োজনীয় জিনিসপত্র দুর্গাপুরের বেনাচিতি বাজারে কিনতে গেলে সন্ধ্যার পর লাউদোহা-প্রান্তিকা রুটে বাস নেই। তাই মোটা টাকা গচ্চা দিয়ে অটো বা ভাড়া গাড়িতে করে বাড়ি ফিরতে হচ্ছে। বারবার স্থানীয় প্রশাসনের দারস্থ হয়েও স্থানীয় মানুষ কোন সুফল পাননি বলে অভিযোগ। মঙ্গলবার তাই নাচন গ্রামের স্থানীয় মানুষ সন্ধ্যার পর বাসের দাবিতে নাচন গ্রামে পথ অবরোধ করলেন।

জানা গেছে, দিনের বেলায় তুলনামূলক কম বাস চললেও সন্ধ্যার পর কোন বাস নেই প্রান্তিকা-লাউদোহা ভায়া নাচন রুটে। নাচন, পারুলিয়া, প্রতাপপুর, কালিকাপুর, বাঁশিয়া, ওজামগড়া এলাকায় প্রাচীন গ্রামগুলিতে লক্ষাধিক মানুষের বাস। অথচ দিনের বেলায় বাস অপ্রতুল হলেও রাতে কোন বাস নেই। স্বাভাবিক ভাবেই এই সব গ্রামের মানুষকে বাসের অভাবে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রান্তিকা-লাউদোহা ভায়া নাচন রুটে দিনের বেলায় ছয়টি মিনিবাস, দুটি বড় বাস, এবং একটি মাত্র সরকারি বাস চলে। এই বাস গুলির উপর ভরসা করেই এলাকায় মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র কেনা কাটা চলে দুর্গাপুরের প্রাণকেন্দ্র বেনাচিতিতে। স্থানীয় মানুষের অভিযোগ দুর্গাপুরের প্রান্তিকা থেকে লাউদোহা রুটের জন্য বাড়তি বাস সহ সন্ধ্যার পর বাসের ব‍্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে বারবার অনুরোধ করেও বিফলে গেছে। তাই এদিন পথ অবরোধের কর্মসূচি নিয়েছেন বলে জানান অবরোধকারীরা।

Like Us On Facebook