২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। কেন্দ্রীয় সরকারের সংস্থা আয়ুষ ও পতঞ্জলি যোগপীঠের যৌথ উদ্যোগে সারা দেশের সঙ্গে দুর্গাপুরের মানুষও যাতে যোগ দিবসে যোগ শিবিরে অংশ গ্রহণ করতে পারেন সেই জন্য শিবিরের উদ্যোক্তারা বিভিন্ন পরিকল্পনা নিয়েছেন। ওই দিন সকালে দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাতঁরা যোগ শিবিরটির উদ্ধোধন করার পর বিশিষ্ট যোগগুরুরা শিবিরে অংশগ্রহণকারিদের যোগ ব্যায়ামের প্রশিক্ষণ দেবেন। বিকেলে বিধাননগর সরকারি আবাসনেও যোগব্যায়াম প্রশিক্ষণ দেওয়া হবে এবং সন্ধ্যায় দুর্গাপুর সিটিসেন্টারের জাংশন মলে যোগ শিক্ষা দেবেন যোগগুরুরা একই সঙ্গে গোপাল মাঠেও যোগ শিবির হবে। যোগ শিবিরের এক কর্মকর্তা অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের দাবি, প্রায় দশ হাজারের বেশী মানুষ আন্তর্জাতিক যোগ দিবসে দুর্গাপুরের বিভিন্ন যোগ শিবিরে অংশ গ্রহণ করবেন। দুর্গাপুরে ২১ জুনের যোগ শিবির গুলির সাফল্যের জন্য যোগ শিবিরের কর্মকর্তাদের তৎপরতা তুঙ্গে। একই দিনে বহু মানুষকে যোগ প্রশিক্ষণের লক্ষেই দুর্গাপুরের বিভিন্ন স্থানে যোগগুরুরা বিভিন্ন যোগ শিবির করছেন বলে জানা গেছে। খ্যাতনামা যোগগুরুদের দুর্গাপুরে নিয়ে এসে সকল মানুষকে সম্পূর্ণ বিনামূল্য যোগ প্রশিক্ষণ দেওয়ার জোর প্রচেষ্টা চলছে বলে যোগ শিবিরগুলির উদ্যোক্তাদের সূত্রে জানা গেছে।

Like Us On Facebook