নেপাল বেড়াতে গিয়ে ফেরার পথে ট্রেনে দুষ্কৃতীদের খপ্পরে পড়লেন একদল পর্যটক। ল্যাগেজ ব্যাগ সহ নগদ টাকা, অলঙ্কার ও মোবাইল ছিনতাই হয় চলন্ত ট্রেনে। চেন টেনে ট্রেন থামালেও দেখা মেলেনি রেল পুলিশের বলে অভিযোগ পর্যটকদের। রবিবার ভোরে ঘটনাটি ঘটে ডাউন রক্সৌল এক্সপ্রেসে বিহারের লক্ষীসরাই স্টেশনের কাছে।

বর্ধমান শহরের ভাতছালা, মিঠাপুকুর ও রথতলা এলাকার ৩৫ জনের একটি দল এমাসের দশ তারিখে মিথিলা এক্সপ্রেসে করে সপ্তাহ খানেকের জন্য নেপাল ভ্রমণে গিয়েছিলেন। ভ্রমণ শেষে এদিন তাঁরা ফিরছিলেন। পর্যটকরা জানান, ভোরের দিকে সবাই তাঁরা ঘুমিয়ে ছিলেন। ওই সময়ে চার পাঁচজনের একটি দুষ্কৃতী দল ল্যাগেজ ব্যাগ, মোবাইল, সোনার বালা সহ নগদ টাকা, মোবাইল নিয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। বাধা দিতে গেলে তারা ভোজালি দেখায়। এরপরই ট্রেন যাত্রীরা চেন টেনে ট্রেন থামান। তাঁদের অভিযোগ ওই সময়ে টিকিট পরীক্ষক বা রেল পুলিশ কারও দেখা পাওয়া যায় নি। তাই তাঁরা বাধ্য হয়ে বর্ধমান স্টেশনে নেমে জিআরপির কাছে অভিযোগ জানান।

Like Us On Facebook