বর্ধমান স্টেশনে প্যাসেঞ্জার ট্রেনের কামরায় বাক্সবন্দি আদিবাসী মহিলার দেহ উদ্ধারের পর এক সপ্তাহ কেটে গেলেও অজ্ঞাত পরিচয় ওই মহিলার দেহ শনাক্ত হল না। জানা গেছে, গত ৭ নভেম্বর বর্ধমান স্টেশনে ডাউন সাহেবগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের কামরা থেকে টিনের বাক্সবন্দি মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। ডাউন ট্রেনটি স্টেশনের সাত নম্বর প্লাটফর্মে দাঁড়ালে গার্ড লক্ষ্য করেন ল্যাগেজ ভ্যানে একটি টিনের বড় বাক্স পড়ে আছে তালাবন্ধ অবস্থায়।

গার্ডের ফোন পেয়ে জিআরপি লাগেজ ভ্যানে থাকা বড় বাক্সটি নামিয়ে তালা ভেঙে দেহটি উদ্ধার করে। ওই আদিবাসী মহিলার পড়নে সেভাবে কোন কাপড় ছিল না। পা দুটিকে ভাঁজ করে ঢোকানো হয়েছিল। মুখ ও নাক দিয়ে রক্ত বের হওয়ার চিহ্ন ছিল। পুলিশ দেহটি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আনুমানিক বছর পঁয়ত্রিশের ওই আদিবাসী মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এখনও কোন পরিচয় জানতে পারেনি পুলিশ। জিআরপি নিকটবর্তী সমস্ত স্টেশনে এই মহিলার ছবি সহ বিস্তারিত তথ্য পাঠানোর আটদিন পরেও ওই মহিলার ব্যাপারে কোন তথ্য পাওয়া যায়নি। দেহটি বর্ধমান পুলিশ মর্গেই আছে।

Like Us On Facebook