এলাকা দখলকে কেন্দ্র করে শুক্রবার ব্যপক উত্তেজনা ছড়াল বারাবনি থানার অন্তর্গত দুটি গ্রামে। বৃহস্পতিবার রাত থেকেই বারাবনির মদনপুর ও খোশনগর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ, শুক্রবার মদনপুরের দিক থেকে একদল বাসিন্দা বোমা, ইঁট-পাটকেল নিয়ে খোশনগরে ঢুকে পড়ে দুটি আইসিডিএস সেন্টারে ভাঙচুর করে ও বোমা ছোড়ে। কোনমতে সেন্টারের শিশুদের নিয়ে ভিতরে গিয়ে প্রাণে বাঁচেন শিক্ষিকারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বারাবনি থানার বিরাট পুলিশ বাহিনী। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

জানা গেছে, বারাবনির খোশনগর ও মদনপুর গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরেই বিভিন্ন ব্যাপারে অশান্তি লেগে আছে। বৃহস্পতিবার রাতে কয়েকজনকে মারধর করার অভিযোগ ওঠে খোশনগরের বাসিন্দাদের বিরুদ্ধে। শুক্রবার সকাল থেকেই এলাকা অশান্ত হয়ে ওঠে। খোশনগরের বাসিন্দাদের অভিযোগ, এদিন বেলার দিকে মদনপুরের দিক থেকে একদল মানুষ বোমা, ইঁট-পাটকেল নিয়ে খোশনগরে ঢুকে পড়ে দুটি আইসিডিএস সেন্টারে ভাঙচুর করে, বোমা ছোড়ে এবং শিশুদের জন্য তৈরি খাবার নষ্ট করে দেয়।



Like Us On Facebook