স্কুলের শান্তি শৃঙ্খলা ও ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা সহ স্কুলে অবাঞ্ছিত বহিরাগতদের উপর কড়া নজরদারি রাখতে দুর্গাপুরে বেনাচিতির দুটি স্কুলে ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায় ব‍্যক্তিগতভাবে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নিলেন। বেনাচিতির ভারতী হিন্দি হাইস্কুল ও রামকৃষ্ণপল্লী বিবেকানন্দ বিদ‍্যাপীঠে আনুষ্ঠানিক ভাবে সিসিটিভি বসানোর কাজ শুরু হল শনিবার।

জানা গেছে ভারতী হিন্দি হাইস্কুলে ৮টি ও রামকৃষ্ণপল্লী বিবেকানন্দ বিদ‍্যাপীঠে ১০টি সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। ১৯ নম্বর ওয়ার্ডের অধীন সম্প্রতি ভারতী হিন্দি হাইস্কুলে টিফিন টাইমে বহিরাগত তান্ডবে স্কুলের এক ছাত্র ও এক অশিক্ষক কর্মী গুরুতরভাবে আহত হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্কুল চত্ত্বর রণক্ষেত্রের চেহারা নেয়। ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন বিঘ্নিত হয়। পরে পুলিশ অবস্থা সামাল দেয়। স্কুলে সিসি ক্যামেরা না থাকায় বহিরাগত তান্ডবকারীদের চিহ্নিত করতে পুলিশকে বেশ বেগ পেতে হয়।

পাশাপাশি রামকৃষ্ণপল্লী বিবেকানন্দ বিদ‍্যাপীঠের সামনেও বহিরাগতদের আনাগোনা রয়েছে বলে খবর। স্বাভাবিক ভাবেই পাশাপাশি দুই স্কুলে যাতে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন ও নিরাপত্তা এবং শিক্ষক-শিক্ষিকা ও কর্মীদের নিরাপত্তাও সুনিশ্চিত হয় সেই লক্ষ্যে ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায় নিজে ব‍্যক্তিগতভাবে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নিলেন বলে জানা গেছে।

১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায় বর্ধমান ডটকমকে বলেন, রাজ‍্য জুড়ে বিভিন্ন স্কুলে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটছে। আমাদের দিদি তথা রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় কড়া হাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন। দুর্গাপুরের সর্বত্র শান্তি শৃঙ্খলা বিরাজিত। আমি আমার ওয়ার্ডের অধীন সম্প্রতি ভারতী হিন্দি হাইস্কুলে একটি অপ্রিতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে স্কুলে বহিরাগত রুখতে ও ছাত্র-ছাত্রীদের পঠনপাঠন স্বাভাবিক রাখতে এবং ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও স্কুলের সকল কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে স্কুলে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছি। প্রভাতবাবু আরও বলেন, পাশাপাশি রামকৃষ্ণ পল্লী বিবেকানন্দ বিদ‍্যাপীঠেও যাতে শান্তি শৃঙ্খলা ও সকলের নিরাপত্তা বজায় থাকে সেই জন্য দুই স্কুলেই সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে।

স্থানীয় কাউন্সিলর প্রভাত চট্টোপাধ্যায়ের স্কুলে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়ায় ছাত্র-ছাত্রী অভিভাবক থেকে স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা সাধুবাদ জানান।

 

Like Us On Facebook