অভিনব কায়দায় এটিএম জালিয়াতির সঙ্গে যুক্ত দুই পাণ্ডাকে গ্রেফতার করল আসানসোল নর্থ থানার পুলিশ। ধৃতদের নাম মহম্মদ জাফর ও বিজয় মন্ডল। জাফরের বাড়ি আসানসোলের ওকে রোড, বিজয়ের বাড়ি আসানসোলের ধাদকা এলাকায়। পুলিশ সূত্রে জানা যায় জাফর ও বিজয় গরীব মানুষদের ভুল বুঝিয়ে টাকার লোভ দেখিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলাত। ওই অ্যাকাউন্ট গুলির এটিএম কার্ড সহ পরিচালনার যাবতীয় তথ্য নিজেদের কব্জায় নিয়ে হ্যাকারদের কাছে মোটা টাকার বিনিময়ে বিক্রি করে দিত।

ওই গরীব মানুষরা তাঁদের অজ্ঞতার জন্য কিছুই জানতে পারত না তাঁদের অ্যাকাউন্ট নিয়ে কি হচ্ছে। এরপর ওই হ্যাকাররা বিভিন্ন ব্যাক্তিকে ফোন করে নিজেকে ব্যাঙ্কের অফিসার পরিচয় দিয়ে এটিএম কার্ডের পিন নম্বর সহ যাবতীয় তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা ওই সমস্ত অজ্ঞ গরীব মানুষদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে এটিএম কার্ডের সাহায্যে টাকা হাতিয়ে প্রতারণা করত। প্রতারিত গ্রাহকরা পুলিশে প্রতারণার অভিযোগ জানালে ওই সমস্ত গরীব মানুষরা তাঁদের অজ্ঞতার জন্য ফেঁসে যেত। পুলিশ হ্যাকারদের কাছে পৌঁছাতে পারত না।

পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে গত দু’বছর ধরে এই প্রতারণা চক্র চলছে, এই চক্রে আরো অনেকে জড়িত রয়েছে।