খুনের অভিযোগে বাড়ি থেকে দুই ভাইকে গ্রেফতার করলো গুজরাত পুলিশ। ধৃতদের নাম সাবির আলি ও আব্বাস আলি। বাড়ি পূর্ব বর্ধমানের মাধবডিহির কুমারপুরে। ধৃত দু’জনেই গুজরাতের ভাদোদরায় একটি ফার্ণিচার কারখানায় কাজ করতো। সেখানে একজন খুন হয়। ওই ঘটনার পরই ধৃতরা কাজ ছেড়ে বাড়িতে পালিয়ে আসে। গুজরাত পুলিশের একটি দল সোমবার রাতে মাধবডিহি থানায় যায়। মাধবডিহি থানার পুলিশকে সঙ্গে নিয়ে গুজরাত পুলিশ তাদের গ্রেপ্তার করে। ধৃতদের মঙ্গলবার বর্ধমান আদালতে তোলা হয়। গুজরাট পুলিশ পাঁচ দিনের ট্রানজিট রিমাণ্ডে নেয় ধৃতদের।

পুলিশ সূত্রে জানা গেছে, সাবির ও আব্বাস ভাদোদরার ভাইলিতে একটি আসবাব তৈরির কারখানায় কাজ করতে গিয়েছিল। সম্প্রতি সেখানে এক ইলেকট্রনিক্স দোকানের মালিক খুন হন। তদন্তে নামে পুলিশ। মোবাইলের সূত্র ধরে পুলিশ সাবির ও আব্বাসের খুনে জড়িত থাকার ব্যাপারে জানতে পারে। পুলিশ আরও জানতে পারে খুনের পর পরই সাবির ও আব্বাস গুজরাত ছেড়ে চলে গেছে। এতেই সন্দেহ আরও দৃঢ় হয়। এরপর গুজরাত পুলিশের একটি দল মাধবডিহি থানায় আসে। মাধবডিহি থানার পুলিশকে সঙ্গে নিয়ে কুমারপুরের বাড়ি থেকে সাবির ও আব্বাসকে গ্রেফতার করে।

Like Us On Facebook