ট্রাফিক আইন ভেঙে এবার চম্পট দিলেও যে অপরাধীর রেহাই হবে না তার বড় প্রমাণ দিল শুক্রবার দুর্গাপুর ট্রাফিক পুলিশ। দুর্গাপুরের ওল্ড কোর্টের কাছে ২ নং জাতীয় সড়কের সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি কলকাতা থেকে আসানসোলমুখী চার চাকা গাড়িকে একটি নিয়ন্ত্রণ হারানো দ্রুতগামী ট্রাক সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলে চার চাকা গাড়িটি কয়েক পাক ঘুরে উল্টে যায়। গাড়ির ভিতর গাড়ির চালক সহ তিন জন আরোহী অল্প চোট পেলেও কেবলমাত্র সিট বেল্ট বেঁধে থাকার কারণে প্রাণে বেঁচে যান।

এদিকে ধাক্কা মেরে ট্রাকটি জাতীয় সড়ক ধরে আসানসোলের দিকে পালিয়ে গেলে জাতীয় সড়কের উপর কর্তব্যরত দুর্গাপুরের ট্রাফিক পুলিশের একটি টিম বিভিন্ন কৌশল অবলম্বন করে পালিয়ে যাওয়া ট্রাকটিকে ধরতে পিছনে পিছনেই ধাওয়া করে। শেষমেশ অবস্থা বেগতিক বুঝতে পেরে ট্রাকের চালক ও খালাসি জাতীয় সড়কের উপর ট্রাকটি ছেড়ে পালিয়ে যায়। অপরাধীদের হাতেনাতে ধরতে না পারলেও অন্ডাল থেকে ট্রাকটিকে উদ্ধার করে ট্রাফিক পুলিশ দুর্গাপুরের ফরিদপুর ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয়। অপরদিকে দুমড়ে মুচড়ে যাওয়া চার চাকা গাড়িটিকেও ট্রাফিক পুলিশ ফরিদপুর ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয়।

ট্রাফিক পুলিশের কর্তারা বলেন, কেবলমাত্র সিট বেল্ট বাঁধার কারণে চারচাকার আরোহীরা আজ বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেন। ট্রাফিক কর্তাদের দাবি, মাথায় হেলমেট পরে বাইক চালানো এবং চারচাকা চালাতে সিট বেল্ট বাঁধার জন্য পুলিশ সর্বদাই সচেতনতা শিবির করছে। কিন্তু ট্রাফিক নিয়ম মানলে দুর্ঘটনায় মৃত্যুর হার যে কমতে পারে এটা তার বড় উদাহরণ।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট দুর্গাপুরের ট্রাফিক ব‍্যবস্থা ঢেলে সাজাতে দায়িত্ব দিয়েছে এসিপি ট্রাফিক শ্বাশতী সামন্তকে। শ্বাশতী সামন্ত দায়িত্ব কাঁধে নিয়েই দুর্গাপুরের ট্রাফিক ব‍্যবস্থা ঢেলে সাজাতে দুর্গাপুরে বিভিন্ন রাস্তায় গাড়ির গতি বেঁধে দিয়েছেন। বিভিন্ন রাস্তায় নিজে স্পিড গান হাতে বেয়াড়া গাড়িকে ধরে প্রশাসনিক ব‍্যবস্থা সহ জরিমানা করছেন। শুক্রবার ওল্ড কোর্টের কাছে চার চাকা গাড়িকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়া ট্রাককে ধাওয়া করে অন্ডাল থেকে ধরে দুর্গাপুরের ট্রাফিক ব‍্যবস্থা যে আগামী দিনে বেশ কড়া হতে চলেছে তার বড় উদাহরণ দিল দুর্গাপুরের ট্রাফিক পুলিশ।


Like Us On Facebook