জাতীয় বিজ্ঞান দিবসে বহু প্রতিক্ষিত সিএমইআরআই-এর অত্যাধুনিক প্রতিবন্ধী ও বয়স্কদের জন্য আবিষ্কৃত রোবোটিক হুইল চেয়ারটির পরীক্ষামূলকভাবে মহড়া হল। সম্প্রতি দুর্গাপুরের এ-জোনের টেগর অ্যাভিনিউর ডাঃ ধ্রুব চক্রবর্ত্তীর প্রতিবন্ধীদের সেবাশ্রম, সোসাইটি ফর ওয়েলফেয়ার অফ দ্য হ্যান্ডিক্যাপড পারসনস-এ দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা ও কাউন্সিলর অসীমা চক্রবর্ত্তী সহ বিশিষ্টজনের উপস্থিতিতে সিএমইআরআই-এর ডিরেক্টর ডঃ হরিশ হিরানির নেতৃত্বে এক বিশেষ বৈজ্ঞানিক দল হুইল চেয়ারটিতে প্রতিবন্ধীদের বসিয়ে হাতেকলমে মহড়া করেন। সঙ্গে সঙ্গে এই হুইল চেয়ার ব্যবহার করে তাঁদের উপলব্ধিও জানতে চান সিএমইআরআই-এর বিজ্ঞানীরা। সূত্র মারফৎ জানা গেছে দুই প্রতিবন্ধী গৌররঞ্জন মণ্ডল ও ভৈরব বাদ্যকর বৈজ্ঞানিকদের বলেন, ‘হুইল চেয়ারটি খুবই আরামদায়ক। কংক্রীটের মসৃণ বাড়িতে ঘোরাফেরা করার জন্য খুবই সুখকর কিন্তু মাটি বা মোড়াম রাস্তা এবং বেহাল পিচের রাস্তায় কতটা কার্যকরী হবে সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।’ তাঁরা আরও বলেন, চেয়ারটির দাম প্রায় ৩৫০০০ টাকা। এত টাকায় এই হুইল চেয়ার কেনাও আমাদের সাধ্যের বাইরে। সিএমইআরআই-এর ডিরেক্টর ডঃ হরিশ হিরানি হুইল চেয়ার ব্যবহারকারীদের মতামত শুনে বিষয়টি দেখার আশ্বাস দেন বলে জানা গেছে। দুর্গাপুরের মহকুমাশাসকও এই হুইল চেয়ারের প্রতি তাঁর আগ্রহের কথা জানান।