ফের দালাল ধরা পড়ল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। হাতেনাতে ধরা পড়ে দালাল এখন শ্রীঘরে। ধৃতের নাম সেখ ঈদ মহম্মদ। বাড়ি বর্ধমান শহরের বাহিরসর্বমঙ্গলা পাড়ায়। প্রয়োজনের সময় বন্ধু সেজে রোগীর পরিজনেদের সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতানোর অভিযোগে শনিবার পুলিশ আটক করে ওই ব্যক্তিকে।

জানা গেছে, শুক্রবার বীরভূমের বোলপুরের সিয়ান হাসপাতাল থেকে একজন প্রসূতিকে স্থানান্তর করা হয় বর্ধমান হাসপাতালে। শুক্রবার প্রসূতিকে এক বোতল রক্ত দেওয়া হয়। শনিবার ফের চার বোতল রক্ত দেওয়ার প্রয়োজন বলে জানানো হয় ওই প্রসূতির পরিজনেদের। প্রসূতির বাড়ির লোকজন যখন অসহায় ভাবে রক্তের জন্য দৌড়াদৌড়ি করছেন। তখন মুশকিল আসান হয়ে হাজির হয় দালাল সেখ ঈদ মহম্মদ। সে প্রসূতির আত্মীয়দের জানায় চার হাজার টাকা অগ্রিম দিলেই চার বোতল রক্ত মিলবে। নিরুপায় প্রসূতির পরিবারের লোকজন দালালের ফাঁদে পা দিয়ে তাকে অগ্রিম চার হাজার টাকা দেয়। কথা হয় দুপুরে তাদের হাতে চার বোতল রক্ত দেওয়া হবে। কিন্ত রক্ত না পেয়ে দালালকে ধরে চিৎকার চেচাঁমেচি শুরু করে দেয় প্রসূতির বাড়ির লোকজন। হাসপাতাল চত্বরে ঝামেলা চোখ এড়ায় নি হাসপাতালের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের। তারা সেখ ঈদ মহম্মদকে হাসপাতালের পুলিশ ক্যাম্পে পুলিশের হাতে তুলে দেয়। বর্ধমান থানার পুলিশ গিয়ে দালালকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

Like Us On Facebook