শুক্রবার পানাগড়ের বাড়িতে ফিরছিলেন দুই মহিলা। সঙ্গে ছিল দুই শিশু। পানাগড় বাজারে বাস থেকে নামেন তাঁরা। বাসস্ট্যান্ডেই দাঁড়িয়ে ছিল টোটো। চারজনই উঠে বসলেন টোটোয়। চলতে শুরু করল টোটো। কিছুটা গিয়েই বাধল বিপত্তি। টোটো উল্টে চারজনই ঢুকে গেলেন রাস্তার পাশের নিকাশি নালায়।

দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে নিকাশি নালার ভিতর থেকে তাঁদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠান। স্থানীয় মানুষজনের অভিযোগ, পানাগড় বাজারে রাস্তার পাশেই রয়েছে নিকাশি নালা। ওই নালার বেশীরভাগ অংশেই কোন ঢাকা নেই। ফলে এই ধরণের দুর্ঘটনা প্রায়ই ঘটে। স্থানীয় মানুষজন জানান, পাশ দিয়ে দ্রুত গতিতে যানবাহন পেরিয়ে যাওয়ার সময় সাইকেল বা বাইক আরোহীরা একটু বেসামাল হলেই এই মুখ খোলা নিকাশি নালায় পড়ে যান। এই ধরণের দুর্ঘটনা এড়াতে প্রশাসনকে উদ্যোগী হতে আহ্বান জানান স্থানীয়রা।


Like Us On Facebook