দুর্গাপুর নগর নিগমের উদাসীনতায় প্রান্তিকা ফাঁড়ির পাশে শনি মন্দিরের সামনে আনন্দ গোপাল সরণির পাকা রাস্তা সংস্কারের অভাবে বড় বড় গর্ত হয়ে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। ব‍্যস্ততম এই রাস্তাটি দিয়ে বিভিন্ন বড় বড় গাড়ি সহ বাস, টোটো, অটো, রিক্সা সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে বিভিন্ন দু’চাকার যান। কিন্তু গত একবছর ধরে এই রাস্তায় তৈরি হওয়া গর্ত সংস্কারের কোন উদ্যোগ নেই দুর্গাপুর নগর নিগমের। বর্ষায় যেমন জলে জলাকার। তেমনই বৃষ্টি না হলেও গর্তে হোঁচট খাচ্ছে পথ চলতি মানুষ ও দু’চাকার যানগুলি। এই গর্ত এখন সকলের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, এই গর্তের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে বেনাচিতি বাজারে আসা মানুষজন।

মঙ্গলবার রাত দশটা নাগাদ কনিষ্কর বাসিন্দা এক দম্পতি তাঁদের শিশু কন্যা সম্পূর্ণাকে নিয়ে স্কুটি করে প্রান্তিকার ওই গর্ত এড়াতে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা একটি মারুতি গাড়ির চাকার মধ্যে সম্পূর্ণার বাঁ পাটি আটকে যায়। সম্পূর্ণার পায়ে আঘাত লাগলে স্থানীয় ব‍্যবসায়ীরা ক্ষোভে ফেটে পড়েন। স্থানীয় ব‍্যবসায়ীরা শিশুটির পায়ে জল ঢেলে শুশ্রূষা করেন। ব‍্যবসায়ীদের অভিযোগ, দুর্গাপুর নগর নিগম সহ স্থানীয় কাউন্সিলরকে বলা সত্বেও কোনভাবেই এই গর্ত সংস্কারের উদ্যোগ নেই। ব‍্যবসায়ীরা বলেন, রোজই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।

উল্লেখ্য, বুধবার এই রাস্তার উপর দিয়েই তৃণমূল কংগ্রেসের ২১ জুলাইয়ের কর্মসূচির সমর্থনে মহামিছিলে হাঁটবেন অগণিত মানুষ। সঙ্গে হাঁটবেন রাজের মন্ত্রী অরূপ বিশ্বাস সহ অনেক বিশিষ্ট ব‍্যক্তি।


Like Us On Facebook