একশো দিনের কাজের দুর্নীতি নিয়ে সোচ্চার হয়ে কাঁকসার তৃণমূল কংগ্রেস কর্মীরা সোমবার সকালে ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিল। তৃণমূল কংগ্রেস কর্মীদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের নিয়মে ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত অফিসে একশো দিনের কাজ গ্রামের মানুষ পাচ্ছে না। নিজেদের মর্জি মাফিক নিয়ম তৈরি করে এলাকার গরীব মানুষকে একশো দিনের কাজ থেকে বঞ্চিত করছে ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েত।

একশো দিনের কাজকে দুর্নীতি মুক্ত করতে ও সচ্ছতার দাবিতে তৃণমূল কংগ্রেস কর্মীরা বাম পরিচালিত ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত অফিসে এদিন তালা ঝুলিয়ে দেয়। তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বজিৎ সাঁই ও প্রসেনজিৎ ঘোষ বলেন, গ্রামের মানুষকে একশো দিনের কাজ থেকে বঞ্চিত করছে ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত সদস্যরা। গ্রামবাসীরা কেন্দ্রীয় সরকারের নিয়মে সকলের কাজের দাবিতে সোচ্চার হয়েছেন আজ। যতক্ষণ না প্রশাসন থেকে দুর্নীতি মুক্ত স্বচ্ছ একশো দিনের কাজের প্রতিশ্রুতি পাচ্ছি ততক্ষণ পঞ্চায়েত অফিসে তালা ঝোলানো থাকবে।

Like Us On Facebook