পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বোমাবাজিতে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের ভুমশোর গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজিতে মৃত্যু হয়েছে রমজান মোল্লা ওরফে ভকত মোল্লার।

স্থানীয়রা জানিয়েছেন, শনিবার সকালে রেশন তুলে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন রমজান। তখনই মসজিদের কাছে বিপক্ষ গোষ্ঠীর দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে পরপর বোমা ছোঁড়ে। একটি বোমা লাগে রমজানের ঘাড়ে। বোমার আঘাতে লুটিয়ে পড়ে রমজান। জানা গেছে, ওই পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী সান্তনা বেগম। দলের অন্য একটি গোষ্ঠীর সমর্থনে সেখানে গোঁজ প্রার্থী সামিনা খাতুন। অনেক টানাপোড়নের পরও সামিনা এবং তাঁর সমর্থকরা প্রতিদ্বন্দ্বিতায় অনড় থাকেন। অভিযোগ, গত দু’দিন ধরে তাঁদের ভীতি প্রদর্শন করছিল অন্য গোষ্ঠীর লোকেরা। এই দ্বন্দ্বই সাতসকালে প্রাণ কেড়ে নিল রমজানের। যদিও ভাতারের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা জানান মৃত রমজান মোল্লা তাঁদের দলের কর্মী কি না তা জানা নেই। খোঁজ নিয়ে দেখতে হবে। গোটা গ্রাম থমথমে। গোটা গ্রামে পুলিশী টহল চলছে।

Like Us On Facebook