অন্ডালে ডিভিসির তাপবিদ্যুৎ কেন্দ্র দুর্গাপুর স্টিল থার্মাল পাওয়ার স্টেশন পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ পুর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় অন্ডালে ডিভিসির তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে গেলে স্থানীয় তৃণমুল নেতা-কর্মীরা মন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ প্রদর্শন করে ও বাবুলের গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। অভিযোগ অস্বীকার করে অন্ডাল ব্লক তৃণমূল সভাপতি অলোক মন্ডল বলেন, নোট বাতিল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারের প্রতিবাদে ডিভিসি তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে আমাদের পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি চলছিল। কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ বা ইট ছোঁড়ার কোন ঘটনা ঘটেনি। আমাদের কর্মীরা শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন।