শনিবার দুর্গাপুরের সগড়ভাঙায় বিতর্কিত বিডিও অফিস সংলগ্ন মাঠে বিজেপির সভার পাল্টা ‌জনসভা করতে এসে কার্যত রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব ও কর্মীদের হুমকি ছুড়ে দেন আসানসোলের মেয়র তথা বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। এদিনের তৃণমূল কংগ্রেসের পাল্টা সভায় পশ্চিম বর্ধমান জেলার সমস্ত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও দুর্গাপুর পৌরসভার সমস্ত কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

১ নভেম্বর বিজেপি কর্মীরা সগড়ভাঙা বিডিও অফিস সংলগ্ন মাঠে পুলিশের বাধা পেরিয়ে বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায় ও জয় বন্দ্যোপাধ্যায়দের দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে মাঠে পাহারাদার সিভিক ভলান্টিয়ারদের খেদিয়ে জনসভা করার ব‍্যবস্থা করে দেন। মাঠের ট্রাস্টি বোর্ডের প্রয়োজনীয় অনুমতি সত্ত্বেও স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে পুলিশ বিজেপির সেই জনসভা বন্ধ করে দেয়। কিন্তু সব বাধা পেরিয়ে বিজেপি কর্মীরা বিজেপির রাজ‍্য সভাপতি দীলিপ ঘোষ, মুকুল রায় ও জয় বন্দ্যোপাধ্যায়দের সভার ব্যবস্থা করেন। যদিও পুলিশ মিটিং শেষে বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, জয় বন্দ্যোপাধ্যায় সহ পঞ্চাশ জন বিজেপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে।

এদিকে বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার শীর্ষ নেতৃত্ব শনিবার ওই বিতর্কিত মাঠেই পাল্টা সভা করে। সভায়‌ প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মীরা জমায়েত হন। সভায় ১৯ জানুয়ারি জনবিরোধী ও সাম্প্রদায়িক কেন্দ্র সরকারের বিরুদ্ধে ব্রিগেড জনসভা সফল করার ডাক দিলেও এদিন শাসকদল গোটা মিটিংটিতে তৃণমূল কংগ্রেস পশ্চিম বর্ধমান জেলার সভাপতি ভি শিবদাশন থেকে আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি, দুর্গাপুর পৌরসভার চেয়ারম্যান মৃগেন পাল সহ সকল বক্তাই মুকুল রায়কে কার্যত টার্গেট করে বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপির মুন্ডুপাত করেন।


Like Us On Facebook