কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার চেষ্টা এবং এই ঘটনাকে কেন্দ্র করে সিবিআই ও রাজ্য প্রশাসনের টানাপোড়েনের পর রবিবার রাতে মুখ্যমন্ত্রী গণতন্ত্র বাঁচানোর দাবিতে মেট্রো চ্যানেলের সামনে ধর্নায় বসার জের দুর্গাপুর শিল্পাঞ্চলে পড়ল রবিবার রাতেই।

রবিবার দুর্গাপুরের ওল্ড কোর্ট মোড়, গান্ধী মোড় ও রাজবাঁধে জাতীয় সড়কের উপর তৃণমূল কংগ্রেস কর্মীরা বিক্ষোভে সামিল হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা ও ছবি পোড়ানো হয়। নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহের বিরুদ্ধে বিজেপি হঠাও দেশ বাঁচাও, মোদী হঠাও দেশ বাঁচাও শ্লোগান তুলে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কংগ্রেস কর্মীরা। পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি উত্তম মুখার্জী বলেন, ‘সোমবার থেকে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলবে সর্বত্র।’

রবিবার রাতে জাতীয় সড়ক দফায় দফায় অবরোধ চলে মধ্যরাত পর্যন্ত। ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শরবিন্দু বিশ্বাস বলেন, ‘মোদী ভয় পেয়ে সিবিআই লেলিয়ে দিচ্ছে। আমরা ১০ মিনিট জাতীয় সড়ক অবরোধ করেছিলাম। এই ধরণের প্রচেষ্টা ফের হলে আমরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাবো’। সোমবার দিনভর জেলাজুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জায়গায় জায়গায় প্রতিবাদ মিছিল হবে বলে জানা গেছে।



Like Us On Facebook