মুখ্যমন্ত্রীর সভা সেরে ফেরার পর বর্ধমানের খণ্ডঘোষ থানার উখরিদে দুষ্কৃতীদের আক্রমণে নিহত হলেন এক তৃণমূল নেতা। মৃতের নাম পরেশ বাগ (৪২)। বাড়ি উখরিদ গ্রামেই। প্রাথমিকভাবে জানা গেছে,পরেশবাবু তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্যও ছিলেন। খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন বাগ জানিয়েছেন, এদিন বর্ধমানে মুখ্যমন্ত্রীর সভা থেকে ফেরার পর কয়েকজন পরেশ বাগের বাড়িতে হামলা চালায়। এরপরই তারা পরেশ বাগকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে এদিন রাত্রে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এদিনই অতিরিক্ত পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য্যের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়। তৃণমূল সূত্রে জানা গেছে, এই ঘটনায় আক্রমণকারীদের মধ্যে দুজনকে গ্রামবাসীরা ধরে ফেলে। তাদের মধ্যে সেখ মুক্ত নামে একজন পুকুরে ঝাঁপ দেয়। পরে গ্রামবাসীরা তাকে পুকুর থেকে উদ্ধার করে। দুজনকেই গ্রামবাসীরা বেধড়ক মারধের করে। আশঙ্কাজনক অবস্থায় উভয়কেই এদিন রাত্রে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই খুনের ঘটনায় জড়িত থাকার সুবাদে পুলিশ ২ জনকে আটক করেছে বলে জানা গেছে।

Like Us On Facebook