‘বঙ্গে আসছে ঝড়, ভাঙব মোদীর ঘর, বাংলা দেখাল পথ, ছুটবে দিদির রথ।’ প্রাথীদের পরিচয়ে নয় অন্যবারের মতো এবারও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকেই সামনে রেখে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে প্রচার-মিটিং-মিছিল শুরু করতে চায়। দিদিকে এবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় বাংলার মানুষ। বিজেপিকে পরাস্ত করতে দেওয়াল লিখন থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে মঙ্গলবার রাত থেকেই তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী মমতাজ সংঘমিতার সমর্থনে প্রচার শুরু করে দিল।

দেওয়াল লিখনে তৃণমূল কংগ্রেস এবার ৪২ এ ৪২ টি আসনে জিতে দেশের নেতৃত্বে থেকে বাংলা যে দেশকে এবার পথ দেখাবে সেকথা যেমন তুলে ধরল তৃণমূল কংগ্রেস দলীয় কর্মীরা, তেমনই কবিতার ছন্দে প্রচারে উঠে এল নীরব মোদী থেকে দাউদ ইব্রাহিমের দেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যর্থতার অভিযোগে বিজেপি প্রার্থীদের ভোট না দেওয়ার আবেদন। মমতাজ সংঘমিতার নাম ঘোষণা হতেই মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলাদের নেতৃত্বে দলীয় কর্মীদের দেওয়াল লিখন চলে। অপরদিকে সোশ্যাল মিডিয়া জুড়ে মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত শিল্পাঞ্চলের তৃণমূল কংগ্রেস দলীয় কর্মীরা মমতাজ সংঘমিতার সমর্থনের ঝড় তোলে।

এদিকে মঙ্গলবার বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়নি ‌। কিন্তু বিজেপি নেতৃত্ব বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনটি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে তৎপরতা শুরু করেছে। মঙ্গলবার রাতভর বিজেপি কর্মীরা বিজেপি কর্মীদের জয়ের আবেদনে দেওয়াল পাহারা দিয়ে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় দেওয়াল লিখন শুরু করে দেয়। দুর্গাপুরের ডিটিপিএস এলাকায় বিজেপি মহিলা মোর্চার কর্মীরা ও দেওয়াল পাহারা দিয়ে বিজেপি কর্মীদের জয়ের সমর্থনে মঙ্গলবার রাতে দেওয়াল লিখন চালান।


Like Us On Facebook