সিবিআইয়ের সঙ্গে সংঘাতের জেরে কলকাতার ধর্না এবার জেলায় জেলায় ছড়ালো। বুধবারই এব্যাপারে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জেলায় জেলায় এই কর্মসূচি পালনের নির্দেশ দেন। তারপরেই বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় বর্ধমানের কার্জন গেটের সামনে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গণ অবস্থানের আয়োজন করা হয়। হাজির ছিলেন জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সহ জেলার সমস্ত দলীয় পদাধিকারীরা।

সিবিআই লেলিয়ে রাজনৈতিকভাবে বিরোধীদের শেষ করার অভিযোগ তুলে তা প্রতিহত করতে জোরদার লড়াইয়ের ডাক দেওয়া হয় অবস্থান মঞ্চ থেকে। এদিন স্বপনবাবু জানান, শুক্রবার মহকুমা স্তরে অবস্থান কর্মসূচি হবে। বর্ধমান উত্তর মহকুমার কর্মসূচি কার্জনগেটে হবে। সেখানে গলসি, ভাতার সহ বর্ধমান সদর ব্লকের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন। বর্ধমান দক্ষিণ মহকুমার কর্মসূচি হবে সেহারাবাজারে। সেখানে রায়না, খণ্ডোঘোষ, জামালপুর ও মেমারির নেতা-কর্মী-সমর্থকরা হাজির থাকবেন।

Like Us On Facebook