কোচিং ক্লাস ফাঁকি দিয়ে দামোদরে স্নান করতে গিয়ে দুর্গাপুরের দ্বাদশ শ্রেণির ছাত্র দামোদর ব্যারেজে রবিবার সন্ধ্যায় তলিয়ে গেল। এই ঘটনায় এলাকয় চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে দামোদরের ব্যারেজে দুর্গাপুরের ছয় ছাত্র কোচিং ক্লাস যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে সোজা দামোদর ব্যারেজের সব থেকে বিপদজনক জায়গা ডাউনস্ট্রিমে স্নান করতে নামে ছয় বন্ধু। দামোদরের জলের তোড়ে প্রথমে সুপ্রতিক গোস্বামী নামে এক ছাত্র ডুবে গেলে তাকে বাঁচাতে গিয়ে শুভজিৎ বাউরি ও শুভজিৎ সুরও দামোদরের জলে তলিয়ে যায়। বাকি তিন বন্ধুকে  জলে তলিয়ে যেতে দেখে চিৎকার করলে স্থানীয় মানুষ জড়ো হয় এবং পুলিশে খবর দেয়। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা সোমবার সুপ্রতিক, শুভজিৎ বাউরি ও শুভজিৎ সুরের মৃতদেহ উদ্ধার কর। মৃত ছাত্ররা দুর্গাপুরের স্টেশন সংলগ্ন রায়ডাঙ্গা, এমএএমসি ও ডিপিএলের বাসিন্দা বলে জানা গেছে। তিন ছাত্রের অকাল প্রয়াণে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Like Us On Facebook