স্ত্রীর চিকিৎসার প্রয়োজনে কিছুদিনের জন্য কলকাতায় থাকার পর ফিরে এসে মাথায় হাত পড়ল বড়নীলপুর ইটভাটা রোডের বাসিন্দা পেশায় পশু চিকিৎসক অরুণ মিত্রের। তিনি রবিবার সকালে বাড়ি ফিরে দেখেন বাড়ির তালা ভেঙে নগদ টাকা ও গয়না মিলিয়ে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মাল চুরি গেছে। বর্ধমান থানায় অভিযোগও দায়ের করেন তিনি।

অরুণ বাবু জানিয়েছেন, স্ত্রীর চিকিৎসার জন্য কিছুদিন আগে কলকাতা গিয়েছিলেন। রবিবার সকালে তিনি বাড়ি ফিরে দেখেন বাড়ির তালা ভাঙা। লণ্ডভণ্ড অবস্থা ঘরের। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে চোরের দল নগদ, গয়না মিলিয়ে আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকা মাল নিয়ে চম্পট দিয়েছে। ঘটনায় স্তম্ভিত গোটা এলাকা। দাবি পুলিশি নিরাপত্তার। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বাড়িতে কেউ না থাকার সুযোগে দুষ্কৃতীরা বাড়ির ছাদ দিয়ে ভিতরে প্রবেশ করে। তালা ভাঙতে অ্যাসিডেরও ব্যবহার করা হয়। গৃহকর্তার অভিযোগের পরিপেক্ষিতে তদন্তে নেমেছে পুলিশ।