দুর্গাপুরের আমরাই-এর স্টিল ইএমপি কো-অপারেটিভ হাউসিং-এর এক বাড়িতে সোমবার রাতে চুরির ঘটনা ঘটলে এলাকায় আতঙ্ক ছড়ায়। বাড়ির মালকিন রুবি মুখার্জী জানান, সোমবার রাতে ছেলের অসুস্থতার জন্য তাড়াতাড়ি শুয়ে পড়ার পর রাত ১২টা নাগাদ বাড়ির দোতলায় কিছু খুটখাট শব্দ হয়। প্রথমে শব্দে আমল না দিলেও পরে সন্দেহ হওয়ায় চোখ মেলে দেখেন শোওয়ার ঘরে দু’জন অচেনা লোক দাঁড়িয়ে রয়েছে। চোর চোর চিৎকারে পড়শিরা দৌড়ে এলে চোরের দল চম্পট দেয়। যাওয়ার সময় খেয়ে যাওয়া একটি আপেল গেঁথে রেখে যায় বাড়ির পাঁচিলের তারে। রুবিদেবী বলেন, চোরের দল বাড়ির সমস্ত জিনিষপত্র তছনছ করে আলমারি ভেঙে নগদ ১২ হাজার টাকা ও বেশ কিছু সোনার মুল্যবান গহনা নিয়ে যায়। ফেলে রেখে যায় একটি ক্যামেরা শুধু। সব মিলিয়ে মোট এক লক্ষ টাকার মত জিনিষপত্র চুরি যায় বলে দাবি করেন রুবিদেবী। রুবিদেবী বলেন আমি একাই থাকি বাড়িতে। আমার দুই ছেলে হস্টেলে থেকে পড়াশোনা করে। আমার ছেলেরা হস্টেলে চলে গেলে আমার কি হবে এটা ভাবলে ভয়ে সিঁটিয়ে যাচ্ছি। আমি এই চুরির ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছি। খবর পেয়ে রাতেই পুলিশ ছুটে আসে রুবিদেবীর বাড়িতে। পুলিশ চুরির ঘটনায় তদন্তে নেমেছে। এদিকে চুরির আতঙ্কে পড়শিরাও আতঙ্কিত হয়ে পড়েন। এলাকায় পুলিশ টহলের দাবি জানাল এলাকার বাসিন্দারা।

Like Us On Facebook