বেশ কিছুদিন আগে যে কায়দায় দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে গাড়ির কাঁচ ভেঙে জিনিসপত্র নিয়ে চম্পট দিচ্ছিল চোরের দল। ঠিক একই কায়দায় প্রকাশ‍্য দিবালোকে সকলের নজর এড়িয়ে বুধবার সিটি সেন্টারের বাস স্ট্যান্ড, সুহট্ট শপিং মল ও দুর্গাপুর নগর নিগমের সামনে থেকে পরপর তিনটি গাড়ির কাঁচ ভেঙে ভিতর থেকে ব্যাগ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

এদিন একের পর এক গাড়ির কাঁচ ভেঙে চুরির ঘটনায় গাড়ির মালিকদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এই ঘটনার পর স্থানীয় মানুষ সিটি সেন্টারের বিভিন্ন এলাকায় গাড়ি বাইরে রেখে বিভিন্ন কাজে যেতে বেশ আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশি নজরদারি নিয়েও শিল্পাঞ্চলের মানুষ ফের প্রশ্ন তোলেন।

জানা গেছে, দুর্গাপুর নগর নিগমের সামনে থেকে সিটু নেতা বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তীর গাড়ি থেকে চুরি যাওয়া ব্যাগে নগদ ছয় হাজার টাকা একটি এটিএম কার্ড সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। সিটি সেন্টার বাসস্ট্যান্ড এলাকায় রাখা বিধান নগরের এক বাসিন্দার গাড়ির কাঁচ ভেঙে ব্যাগ নিয়ে যায়, ব‍্যাগে সোনার গহনা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল বলে জানা গেছে। এছাড়াও একই কায়দায় সিটি সেন্টার এলাকায় রাখা আসানসোলের এক বাসিন্দার গাড়ি থেকেও বেশকিছু নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়া গেছে বলে অভিযোগ।

Like Us On Facebook