dabur-coliery-agitation1কয়লা চোর সন্দেহে অষ্টম শ্রেণীর এক ছাত্রকে মারধর করার অভিযোগ উঠল ইসিএলের নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। প্রতিবাদে আসানসোলের সালানপুরের ডাবর কয়লাখনির উৎপাদন বন্ধ করল গ্রামবাসীরা। জানা গেছে শনিবার সকালে সন্ন্যাসী রুইদাস নামে ওই ছাত্রকে ইসিএলের নিরাপত্তা রক্ষীরা মারধর করায় তার হাতে চোট লাগে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা ডাবর কোলিয়ারি বন্ধ করে দেয়। তাদের দাবি কেন একজন নিরীহ ছাত্রকে চোর সন্দেহে মারা হল। এই বিষয়ে ডাবর কোলিয়ারির এজেন্ট নীরজ কুমার সিনহা জানান ঘটনার বিভাগীয় তদন্ত করা হবে। এই কোলিয়ারি বন্ধের পিছনে কোনও রাজনৈতিক দলের মদত রয়েছে।