এবার কেবলমাত্র মৈনাক চৌধুরী ও জয়ন্ত চট্টোরাজের জন‍্য নয়। সারা দুর্গাপুরের থ্যালাসেমিয়া আক্রান্তদের জন্য রক্ত দিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা। শিক্ষক দিবসে থ্যালাসেমিয়া আক্রান্তদের জন্য রক্ত দান করে নজির গড়ল দুর্গাপুরের সুরেনচন্দ্র মডার্ন স্কুল। প্রতিবছর শিক্ষক দিবস ও থ্যালাসেমিয়া ডে তে থ্যালাসেমিয়া আক্রান্ত স্কুলের দুই ছাত্র মৈনাক চৌধুরী ও জয়ন্ত চট্টোরাজের জন্য রক্ত দান করতেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা। আজকের এই মহান দিনে দুর্গাপুরের অন্যান্য থ্যালাসেমিয়া আক্রান্তদের কথা ভেবে ১০০ বোতল রক্তদানের সিদ্ধান্ত নেয় স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা।

মঙ্গলবার সকালে স্কুল প্রাঙ্গণে প্রথমে প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের ফটোতে মাল্যদান করা হয়। তারপর রক্তদান শিবির শুরু হয়। প্রবল উৎসাহে সকলে রক্ত দান করেন। দুর্গাপুরের সমস্ত স্কুল ও কলেজে এদিন যথাযথ মর্যাদায় ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মজয়ন্তী পালন করা হয়। এদিন দুর্গাপুরের মধুসূদন কলেজেও যথাযোগ্য মর্যাদায় শিক্ষক দিবস পালন করে ছাত্র-ছাত্রীরা।

Like Us On Facebook