মঙ্গলবার যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল শিক্ষক দিবসের অনুষ্ঠান। এদিন তৃণমূল কংগ্রেস প্রভাবিত দুটি শিক্ষক সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে পালিত হল শিক্ষক দিবসের অনুষ্ঠান। বর্ধমান টাউন হলে পূর্ব বর্ধমান জেলা শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১৫০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাকে সংবর্ধিত করা হয়। শিক্ষক দিবস উদযাপন কমিটির সভাপতি রথীন মল্লিক জানান, প্রায় ৪০ বছর ধরেই তারা এই দিনটিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করে আসছেন। অনুষ্ঠানে হাজির ছিলেন বর্ধমান জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক খগেন্দ্রনাথ রায়, বর্ধমান জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ নারায়ণ হাজরা চৌধুরী ও বাগবুল ইসলাম, সাংসদ সুনীল মণ্ডল প্রমুখরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের কর্মজীবনী নিয়ে বক্তব্য রাখেন খগেন্দ্রনাথ রায়। রথীন মল্লিক এদিন বলেন, মাঝে মাঝেই শিক্ষক-শিক্ষিকাদের নানাবিধ আচরণে শিক্ষক সমাজের মাথা হেঁট হয়ে যায়। অন্য পাঁচটা পেশায় দুর্নীতি যেমন ঢুকেছে তার থেকে ব্যতিক্রম নয় শিক্ষক সমাজও। কিন্তু এই সমস্ত বিষয় থেকেই শিক্ষকদের শিক্ষকতাকে পেশা হিসাবে না দেখে ব্রত হিসাবে দেখার আবেদন রাখেন তিনি। এদিনই বীরহাটার বিদ্যার্থী বয়েজ স্কুলে আয়োজিত অপর একটি তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠনের শিক্ষক দিবসের সভায় হাজির ছিলেন রবিরঞ্জন চট্টোপাধ্যায়, বিধায়ক নিশীথ মালিক প্রমুখরা।

Like Us On Facebook