রাজ্যের বিভিন্ন জেলায় ট্যারান্টুলার কামড় খাওয়ার ঘটনা ঘটায় জেলায় জেলায় ছড়িয়েছে ট্যারান্টুলার আতঙ্ক। এবার ট্যারান্টুলার আতঙ্ক ছড়াল দুর্গাপুরের শোভাপুরে।

দুর্গাপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শোভাপুর গ্রামে মোহিত রঞ্জন মন্ডলের গোয়ালঘরে দেখা মিলল কালো রোমশ বড় আকৃতির এক মাকড়সার। এই আটপেয়ের দর্শনের সঙ্গে সঙ্গে এলাকায় ট্যারান্টুলার আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষ ভয় পেয়ে বন দফতরে খবর দেন। দুর্গাপুরের বনকর্মীরা এসে মাকড়সাটিকে নিয়ে যান। দুর্গাপুরের মুখ‍্য বনপাল মৃণাল কান্তি মন্ডল বলেন, শোভাপুর থেকে একটি বৃহৎ আকৃতির মাকড়সা পাওয়া গেছে। এটি মনে হচ্ছে Mygalomorphs গোত্রীয় এক ধরণের মাকড়সা। এটি ট্যারান্টুলা কিনা নিশ্চিত হতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগে পাঠানো হচ্ছে।

অন্যদিকে, বুধবার রাতে জামুড়িয়ার বোগড়া গ্রামে এক ব্যক্তির বাড়িতে এই রকমই একটি মাকড়সা দেখতে পান বাড়ির লোকজন। তাঁরা ট্যারান্টুলার আতঙ্কে ভয় পেয়ে মাকড়সাটিকে মেরে ফেলেন বলে জানা গেছে।

Like Us On Facebook