কয়েকদিন ধরেই এই দীর্ঘদেহী মানুষটির ছবি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে। কখনও কলকাতায় দেখা গেছে, আবার কখনও দেখা গেছে সিউড়িতে। শুক্রবার সেই দীর্ঘদেহী আফগান যুবকের দর্শন যেই মিলল দুর্গাপুর রেলস্টেশনে সঙ্গে সঙ্গে দীর্ঘকায় ওই যুবকের সঙ্গে সেলফি তোলার হুড়োহুড়ি পড়ে যায়। ক্রমে খবর ছড়িয়ে পড়তে থাকে। অন্য প্ল্যাটফর্ম থেকেও মানুষ এসে ভিড় জমান। তিতিবিরক্ত ওই দীর্ঘদেহী আফগান যুবক কিভাবে জনসমুদ্র থেকে বাঁচবেন বুঝে উঠতে পারছিলেন না। ঠিক সেই সময় দুর্গাপুর রেলস্টেশনের জিআরপি আধিকারিকরা ও পুলিশ গিয়ে উদ্ধার করে রেলস্টেশনে নিরাপদ জায়গায় নিয়ে আসেন তাঁকে। হাঁফ ছেড়ে বাঁচেন ওই অতিকায় যুবক।

জানা গেছে, দীর্ঘদেহী ওই যুবকের নাম শের আলি। বয়স ২৫। উচ্চতা ৮ ফুট ২ ইঞ্চি। আফগানিস্থানের রাজধানী কাবুলের বাসিন্দা। তিনি কিছুদেন আগে টুরিস্ট ভিসায় ভারতে আসেন। শের আলির আত্মীয়রা কেউ কলকাতা কেউ বোলপুরে থাকেন। শের আলি আত্মীয়দের সঙ্গে দেখা করতে এদেশে এসেছেন। এদেশের মাটিতে পা দেবার পরই তাঁর দীর্ঘ দেহের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। জানা গেছে, শুক্রবার শের আলি শেষমেশ কাবুলের উদ্দেশ্যে রওনা দিলেন। এদিন তিনি দুর্গাপুর স্টেশনে আসেন শিয়ালদহ রাজধানী ধরতে। রেলপুলিশ তাঁকে শিয়ালদহ রাজধানীতে তুলে দিয়ে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা করিয়ে দেন। দুর্গাপুর জিআরপি শের আলির নিরাপদ রেল যাত্রার জন্য সব রকম সহযোগিতা করেন।



Like Us On Facebook