দুর্গাপুরের নাচন ড‍্যামের গভীরতা বাড়িয়ে পাশাপাশি এলাকার আরও বেশি কৃষিজমিকে সেচের আওতায় আনতে মাস্টার প্ল্যানের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ বিভাগ। সম্প্রতি রাজ্য সরকারের জলসম্পদ বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি ডঃ সুব্রত গুপ্ত প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে মলানদিঘির বিষ্টুপুর চেক ড্যাম ও দুর্গাপুর-ফরিদপুর ব্লকের প্রাকৃতিক সৌন্দর্যে ভরা কুনুর নদী থেকে সৃষ্ট নাচন ড‍্যাম পরিদর্শনে যান।

নাচন ড্যামের গভীরতা বাড়িয়ে ড্যাম সংলগ্ন ২০০০ একর কৃষিজমিকে সেচের আওতায় আনতে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে একটি প্রকল্প তুলে ধরা হয় প্রিন্সিপাল সেক্রেটারি ডঃ সুব্রত গুপ্তের সামনে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, ওই এলাকার এক ফসলি জমিকে দুই ফসলি জমিতে পরিণত করার লক্ষ্যেই জলসম্পদ বিভাগের এই উদ্যোগ। একই সঙ্গে নাচন ড‍্যামের সৌন্দর্য বৃদ্ধি করার উপরও জোর দেওয়া হবে বলে জানা গেছে। রাজ্য সরকারের জলসম্পদ বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি ডঃ সুব্রত গুপ্তকে নাচন ড‍্যাম ও বিষ্টুপুর ড্যাম ঘুরে দেখান দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

Like Us On Facebook