উঠতি শিল্পীদের জন্য সঙ্গীতের সেরা মঞ্চ জি-সারেগামাপা’র ফার্স্ট রানার আপের মুকট মাথায় নিয়ে ঘরে ফিরল দুর্গাপুরের শ্যামপুরের কোকিলকন্ঠী শুভশ্রী দেবনাথ। জি-সারেগামাপা’র  গ্র্যান্ড ফিনালেতে বিচারকদের বিচারে দুর্গাপুরের শুভশ্রী দেবনাথ ফাস্ট রানার আপ হয়। সেকেন্ড রানার আপ সুদয় এবং চ্যাম্পিয়ন হয় জিমুত। গত সাত মাস ধরে দুর্গাপুর ও বাঁকুড়ার বিভিন্ন স্কুল-কলেজ সহ শুভশ্রীর শুভাকাক্ষীরা শুভশ্রীকে আন্তরিক সমর্থন করার পর বিচারক দের বিচারে গ্র্যান্ড ফিনালেতে শুভশ্রী প্রথম না হলেও সঙ্গীতের সেরা মঞ্চেে সুরেলা কন্ঠে কালজয়ী সব গান গেয়ে বিচারক ও লক্ষ লক্ষ সঙ্গীত প্রমিদের মন জয় করে সকলের হৃদয়ে স্থান করে নেয় দুর্গাপুরের শ্যামপুরের দেবনাথ পরিবারের মেয়েটি। শনিবারের গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠানটি টিভিতে সম্প্রচারের পর থেকেই  দুর্গাপুরের গর্ব শুভশ্রীকে শুভেচ্ছা ও সংবর্ধনা জানানোর জন্য উৎসুক হয়ে ছিল শ্যামপুর সহ সমগ্র দুর্গাপুরের মানুষ।  দুর্গাপুরের  মুখ উজ্জ্বল করায় রবিবার শুভশ্রীকে শ্যামপুরে রাজ্যকীয় সংবর্ধনা দেওয়ার পর তাঁকে নিয়ে শোভাযাত্রা সহকারে গোটা শ্যামপুর এলাকা ঘোরেন শুভশ্রী ভক্তরা। ছোট-বড় সকলেই শুভশ্রীর শোভাযাত্রায় পা মেলান। গর্বের মেয়ের জন্য শোভাযাত্রায় পা মেলান দেবনাথ পরিবারের সকল সদস্য। এবার দুর্গাপুরের মানুষ শুভশ্রীকে সঙ্গীত জগতের শিখরে দেখতে চান।

Like Us On Facebook