বাড়ি থেকে দূরত্বের কারণে পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষের সালুন উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক দীপক মিস্ত্রী বদলির আবেদন করেছিলেন। তা মঞ্জুর হয়েছে। কিন্তু ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকেরা তাঁকে ছাড়তে চান না। তাই সকলের প্রিয় দীপক স্যারকে সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সোমবার ছাত্র-ছাত্রী, অভিভাবক ও অন্যান্য গ্রামবাসিরা ঘিরে আবদার জানান। ছাত্র-ছাত্রীদের করুণ আবেদনে স্যারের চোখেও জল এসে গেল। স্কুল সূত্রে জানা গেছে, আট বছর আগে স্কুলে বাংলার শিক্ষক হিসাবে যোগ দেন দীপক বাবু। পড়ানোর দক্ষতার পাশাপাশি অন্যান্য বিভিন্ন বিষয়ে তাঁর পারদর্শিতা এবং ব্যবহারে মাত্র কয়েক বছরেই তিনি সকলের অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিলেন। সেই কারণেই তাঁর স্কুল ছেড়ে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্তে সকলেই মর্মাহত। জানা গেছে, বীরভূমের নানুর থানার বন্দর গ্রামে দীপক বাবুর বাড়ি। সেখান থেকে সালুনের স্কুলে প্রতিদিন যাতায়াতের সমস্যার জন্যই তিনি বাড়ির কাছাকাছি কোন স্কুলে বদলির জন্য আবেদন করেছিলেন। নতুনহাটের একটি স্কুলে বদলির সুযোগ পাওয়ায় তিনি সেখানে চলে যেতে চাইছেন।

Like Us On Facebook