হস্টেল থেকে পড়ুয়াকে বহিষ্কারের জেরে হস্টেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা পলিটেকনিক ছাত্রের। বর্ধমান শহরের সাধনপুরে এমবিসি ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ঘটনা। গুরুতর অসুস্থ অবস্থায় বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্র। তার নাম কৌস্তভ তোষ। অধ্যক্ষের বিরুদ্ধে মানসিক নির্যাতন চালানোর অভিযোগে কলেজের গেটের সামনে বিক্ষোভ পড়ুয়াদের।

জানা গেছে, পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা কৌস্তভ তোষ বর্ধমানে সরকারি পলিটেকনিক কলেজ এমবিসি ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র। বৃহস্পতিবার রাতে কলেজের হস্টেলে গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। সহপাঠীরা বুঝতে পেরে তাকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে ভর্তি করে। পুলিশের কাছ থেকে খবর পেয়ে বর্ধমান হাসপাতালে আসেন কৌস্তভের বাবা ও মা। এদিকে এই খবর চাউর হতেই কলেজের পড়ুয়ারা ক্ষোভে ফেটে পড়ে। তারা কলেজের গেটে বসে বিক্ষোভ দেখায়।

জানা গেছে, বৃহস্পতিবার কৌস্তভকে হস্টেল থেকে বহিষ্কারের চিঠি ধরানো হয়। তার বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়। ছাত্রদের দাবি, এরপর মানসিকভাবে ভেঙে পড়ে কৌস্তভ। গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ছাত্রদের অভিযোগ, কৌস্তভ কলেজ কর্তৃপক্ষের কিছু অনিয়ম নিয়ে সরব হওয়ায় তাকে হস্টেল থেকে বহিষ্কারের চিঠি ধরানো হয়। এদিন কলেজ গেটে বিক্ষোভে সামিল পড়ুয়ারা অধ্যক্ষের পদত্যাগের দাবি তোলে। যদিও কলেজের অধ্যক্ষ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

Like Us On Facebook