বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। বন্‌ধের কারণে দূরদুরান্ত থেকে আসা পড়ুয়াদের অসুবিধার কথা ভেবেই সম্ভবত দুদিন আগে বিশ্ববিদ্যালয়ে পক্ষ থেকে নোটিশ দেওয়া হয় দূরশিক্ষা বিভাগের এমএ পার্ট ২ বাংলা বিষয়ের ষষ্ঠ পত্রের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার অর্থাৎ ২৬ সেপ্টেম্বর হবে না। পরিবর্তিত তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। বাকি পরীক্ষাগুলি নির্ধারিত সূচি অনুযায়ীই হবে। কিন্তু মঙ্গলবার সন্ধ্যার পর নতুন করে ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ে পক্ষ থেকে নোটিশ জারি করা হয়। তাতে বলা হয় পূর্ব নির্ধারিত পুরানো সূচি অনুযায়ীই বুধবার বাংলা ষষ্ঠ পত্রের পরীক্ষা নেওয়া হবে।

এদিন ক্ষুব্ধ পরীক্ষার্থীরা দূরশিক্ষা বিভাগের সামনে ক্ষোভে ফেটে পড়েন। তারা জানান বন্‌ধের জন্য অনেকেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেন নি। আর যারা এসেছেন তাদের অনেককে আসতে নানন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। একবার পরীক্ষা হবে না ঘোষণা করার পর হঠাৎ মঙ্গলবার রাতে ওয়েবসাইটে ঘোষণা করা হয় পুরানো সূচি অনুযায়ী বুধবারই হবে পার্ট ২ বাংলার ষষ্ঠ পত্রের পরীক্ষা। এর ফলে তারা ঠিকমতো প্রস্তুতি নিতে পারেন নি। প্রস্তুতি ছাড়াই তাদের বুধবার পরীক্ষায় বসতে হচ্ছে। অনেকেই যানবাহন না পেয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেন নি। যারা আসতে পারেন নি তাদের ও যারা পরীক্ষা দিচ্ছেন তাদের ৬০% নম্বর দেওয়ার দাবি জানান পরীক্ষার্থীরা।


Like Us On Facebook