নোট বাতিলের ধাক্কায় ক্রেতা বিক্রেতা উভয়েই সমস্যায় পড়েছেন। নতুন মাসের প্রথম রবিবার মন্দা বাজার চাঙ্গা করতে ক্রেতাদের খুচরো নোট হাতে পাইয়ে দিলেন দুর্গাপুর মিডটাউন ডিস্ট্রিবিউটার এসোসিয়েশনের সদস্যরা। দুর্গাপুর স্টেশন বাজার ও সগড়ভাঙ্গার ঘোষ মার্কেটে রবিবার সকালে দেখা গেল ২০০০ টাকার নোট ভাঙানোর লম্বা লাইন।

ব্যাঙ্ক থেকে দেওয়া নতুন ২০০০ টাকার নোট ভাঙানো নিয়ে সমস্যায় পড়ছেন অনেকেই। সেই সমস্যার সমাধান করতে হাজির হয়েছেন দুর্গাপুর মিডটাউন ডিস্ট্রিবিউটার এসোসিয়েশনের সদস্যরা। ৫০ ও ১০০ টাকার নোটে ২০০০ টাকার নোট ভাঙ্গিয়ে দিয়ে সকলের মুশকিল আসান করে দিচ্ছেন ওই এসোসিয়েশনের সদস্যরা। এতে ক্রেতা এবং খুচরো বিক্রেতা উভয়েই খুশি।

নাম প্রকাশে অনিচ্ছুক এসোসিয়েশনের এক সদস্য বলেন,”কোন নাম-যশের জন্য আমরা এই উদ্যোগ নিই নি। সাধারণ মানুষ ও খুচরো বিক্রেতাদের সুবিধার্থে এবং মন্দা বাজার চাঙ্গা করতে আমাদের এই উদ্যোগ।”