পানাগড় শিল্পতালুকে ইতিমধ্যেই বহু কারখানা শুরু হয়েছে। আর কারখানা শুরু হওয়ার কারণে কারখানার বর্জ্য ও তার সাথে এলাকার বর্জ্য জমছে আউশগ্রাম দু’নম্বর ব্লকের কোটা পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়। কোটা গ্রাম পঞ্চায়েতকে নির্মল করার লক্ষে চালু করা হল কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র।

মঙ্গলবার কোটা গ্রাম পঞ্চায়েতের বলরামপুরে এই কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন করেন আউশগ্রাম দু’নম্বর ব্লকের বিডিও সুরজিৎ বর উপস্থিত ছিলেন পঞ্চায়েতের কর্তাব্যক্তিরা সহ ওই অঞ্চলের কারখানার আধিকারিকরা। আউশগ্রাম দু’নম্বর ব্লকে এই প্রথম এই ধরণের প্রকল্পের উদ্বোধন করা হল বলে জানিয়েছেন বিডিও। এই প্রকল্প সফল হলে অন্যান্য পঞ্চায়েত গুলোতেও এই ধরণের প্রকল্প চালু করা হবে বলে জানান বিডিও। অপরদিকে কোটা পঞ্চায়েতের উপপ্রধান জানান, এলাকায় বিভিন্য জায়গায় আবর্জনার স্তুপ জমতো এবং দুর্গন্ধ ছড়াতো। এর পরেই চিন্তাভাবনা করা হয় এলাকার সমস্ত আবর্জনা থেকে প্রয়োজনীয় সামগ্রী দিয়ে জৈব সার তৈরি করা হচ্ছে এবং অন্যান্য বর্জ্য জমা করা হচ্ছে পাত্রে। এই উদ্যোগের ফলে এলাকায় নির্মল বাংলা প্রকল্প অনেকটাই সফল হবে। তার পাশাপাশি মানুষও অনেকটাই সচেতন হবে বলে আশা তাঁর। তিনি জানিয়েছেন, এলাকার বিভিন্ন কারখানাগুলি নিয়মিত তাদের বর্জ্য এই প্রক্রিয়াকরণ কেন্দ্রে দিয়ে যাবে পাশাপাশি গ্রামগুলি থেকে ট্রলির মাধ্যমে বর্জ্য সংগ্রহ করে এই প্রক্রিয়াকরণ কেন্দ্রে নিয়ে আসা হবে।


Like Us On Facebook