ফাইল চিত্র

হাইকোর্টের নির্দেশে কার্যত পূর্ব বর্ধমান জেলা আদালত বিদ্যুতের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে চলেছে। রবিবার প্রায় ১ কোটি টাকা ব্যয়ে বর্ধমান জেলা আদালত চত্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল সোলার পাওয়ার প্রোজেক্টের। উদ্বোধন করলেন জোনাল বিচারক সঞ্জীব বন্দোপাধ্যায়। হাজির ছিলেন বর্ধমান আদালতের বিচারকরা ছাড়াও বর্ধমান বার এ্যাসোসিয়েশনের সম্পাদক সদন তা প্রমুখ। আদালত সূত্রে জানা গেছে, বর্ধমান জেলা আদালতে প্রতি তিন মাস অন্তর বিদ্যুত বাবদ প্রায় ২ থেকে আড়াই লক্ষ টাকা দিতে হয়। এর সঙ্গে রয়েছে হঠাৎ হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মত ঘটনাও। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলেও আদালতের কাজে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেজন্য হাইকোর্টের নির্দেশে বর্ধমান জেলা আদালতে এই সোলার পাওয়ার প্ল্যান্ট বসানোর উদ্যোগ নেওয়া হয়। আদালত সূত্রে জানা গেছে, এই সোলার পাওয়ার প্ল্যান্ট বসানোর ফলে মোট বিদ্যুৎ খরচের প্রায় ৭০ শতাংশ সাশ্রয় হবে। যদিও সোলার প্ল্যান্টের পাশাপাশি বিদ্যুতের ব্যবস্থাও থাকছে। কোনো কারণে সোলার পাওয়ার প্ল্যান্ট প্রয়োজনমত বিদ্যুৎ না দিতে পারলে বিদ্যুৎ দপ্তর থেকে তা নিয়ে কাজ চালানো হবে। পরবর্তীকালে সোলার প্ল্যান্টের উদ্বৃত্ত বিদ্যুৎ পুনরায় বিদ্যুৎ বিভাগকে ফেরত দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

Like Us On Facebook