বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাতে গিয়ে ধরা পড়ল এক দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তারাবাগ গেটের কাছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং স্থানীয়রা ওই দুষ্কৃতীকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। জানা গেছে, ওই দুষ্কৃতী বর্ধমান শহরের কাঞ্চননগর এলাকার বাসিন্দা। পুলিশ তাঁর বাইকটি আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিসটিক্স ডিপার্টমেন্টের প্রথম বর্ষের এক ছাত্রী সাইকেলে চেপে নিবেদিতা হস্টেলে ফিরছিলেন সঙ্গে ছিলেন তাঁরই এক সহপাঠী। সাইকেলের বাস্কেটে তাঁর ব্যাগটি রাখা ছিল। তারাবাগ মেন গেটের কাছে হঠাৎই বাইক আরোহী এক যুবক এসে তাঁর সাইকেল থেকে ব্যাগটি নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে। ওই ছাত্রী এবং তাঁর সহপাঠী চিৎকার করে উঠলে বাইক আরোহী দুষ্কৃতী গতি বাড়িয়ে পালাতে গিয়ে বাইকের চাকা স্কিড করে পড়ে যায়। সঙ্গে সঙ্গে আশপাশ থেকে জড়ো হওয়া ছাত্ররা এবং স্থানীয় মানুষ ওই দুষ্কৃতীকে ধরে ফেলেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিস ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে এবং শনিবার তাকে বর্ধমান আদালতে তোলে।

Like Us On Facebook