বন্যা ও বর্ষাজনিত কারণে প্রতিবারের মত এবারেও সাপে কামড়ানো রোগীর সংখ্যা ক্রমশই বাড়ছে। গত জুলাই মাসেই খোদ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আসা প্রায় ১২ জনের মৃত্যু হয়েছে সাপের কামড়জনিত কারণে। সাপের কামড়ে ভর্তির সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ায় এবং মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় উদ্বগ্ন চিকিৎসক মহলও। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার ডা. অমিতাভ সাহা জানিয়েছেন, অধিকাংশ সময়েই সাপে কামড়ানো ব্যক্তিদের একেবারে শেষ সময় নিয়ে আসা হচ্ছে। ফলে তাঁরা আপ্রাণ চেষ্টা করলেও তাঁদের বাঁচানো সম্ভব হচ্ছে না। তিনি জানিয়েছেন, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এভিএসের কোনো অভাব নেই। বেশিরভাগ ক্ষেত্রেই সাপে কামড়ানো ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার পরিবর্তে ওঝার কাছে নিয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তিনি জানিয়েছেন, গত জুলাই মাসেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সাপে কামড়ানো রোগী ভর্তি হয়েছে ২৯৬ জন। চলতি আগষ্ট মাসে এই সংখ্যা আরও বাড়বে ধরে নিয়ে হাসপাতালেও প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হচ্ছে। তিনি জানিয়েছেন, গড়ে প্রতি মাসে ৭-১০ জন রোগীর মৃত্যু হচ্ছে সাপে কামড়ানোর জন্য কেবলমাত্র দেরী করে নিয়ে আসার জন্যই।

Like Us On Facebook