দুর্গাপুরে সাংবাদিকদের মারধরের ঘটনায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ সোমবার রাতে পান্ডবেশ্বর থেকে ৬ দুষ্কৃতীকে গ্রেফতার করে মঙ্গলবার দুর্গাপুর আদালতে হাজির করল। জানা গেছে, ধৃতদের নাম শেখ সাহেব, শেখ গেন্ডা, শেখ নূর মহম্মদ, শেখ মোশারফ, শেখ আলাউদ্দিন ও প্রসেনজিত কুইলা।

সোমবার সকালে ধৃতদের দুর্গাপুর থানা থেকে প্রিজন ভ্যানে দুর্গাপুর আদালতে আনা হয়। দুর্গাপুরের ডিসিপি (পূর্ব) অভিষেক মোদী সোমবার সকালে পান্ডবেশ্বর থেকে ৬ দুষ্কৃতীকে গ্রেফতারের কথা জানান। আদালত সূত্রে জানা গেছে, ধৃত ৬ জনেরই জামিন মঞ্জুর করে আদালত।

উল্লেখ্য, সোমবার পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের বাড়তি দিনে দুর্গাপুর মহকুমা প্রশাসনিক ভবনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্গাপুরের বেশ কিছু সংবাদ মাধ্যম কর্মীকে ব্যাপক মারধোর করে দুষ্কৃতীরা। এরপর দুর্গাপুরের সংবাদ মাধ্যম কর্মীরা মহকুমা শাসকের কার্যালয়ে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে ধর্ণায় বসে। মহকুমাশাসক শঙ্খ সাঁতরা দোষীদের গ্রেফতারের আশ্বাস দেন এবং নির্দিষ্ট অভিযোগটি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ও নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেন। সেই পরিপ্রেক্ষিতে পুলিশ পান্ডবেশ্বরের বিভিন্ন এলাকা থেকে রাতেই ৬ দুষ্কৃতীকে গ্রেফতার করে মঙ্গলবার দুর্গাপুর আদালতে হাজির করে।


Like Us On Facebook