পশ্চিম বর্ধমান জেলার বার্নপুরের ভারতী ভবনে এসএফআইয়ের তিনদিনের ৩৬ তম রাজ্য সম্মেলন শেষে সোমবার বার্নপুরের বারি ময়দানের প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সহ নবনির্বাচিত এসএফআই রাজ্য সভাপতি প্রতিকূল রহমান, রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, পার্থ মুখার্জী, সুজন চক্রবর্তী প্রমুখ৷ যেখানে নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে দেশ সমাজ ও শিক্ষা ক্ষেত্রে যে অবনমন ঘটে চলেছে, তার হাত থেকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন যুব সমাজ কে। সুজনবাবু বলেন সারা দেশ জুড়েই বিজেপির ভিত্তি কমছে। গুজরাট ভোটের ফলাফল সেই নির্দেশ করছে। অন্যদিকে সীতারাম ইয়েচুরি বলেন, দেশে এবং রাজ্যে সাম্প্রদায়িকতার রাজনীতি চলছে। ফলে দেশে বৈকল্পিক নেতা নয়, বৈকল্পিক নীতি দরকার।

এদিন সিপিএমের পশ্চিম বর্ধমান জেলার ফেসবুক পেজের উদ্বোধন হল দলের আপকার গার্ডেন অফিসে। উদ্বোধন করেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। এই অনুষ্ঠানে সীতারাম ইয়েচুরি ছাড়াও উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী, বংশগোপাল চৌধুরী, পার্থ মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। এই পেজের মাধ্যমে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নতুন প্রজন্মকে কাছে টানতে এবং তাদের মধ্যে দলের মতাদর্শ পৌঁছে দিতে চাইছে সিপিএম।

Like Us On Facebook