shishu-aloy-faridpur2দুর্গাপুর ফরিদপুর ব্লকের কাঁটাবেড়িয়াতে আজ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘শিশু আলয়’-এর উদ্বোধন হল। দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরা এই শিশু আলয়ের উদ্বোধন করেন। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য সবরকম আধুনিক ব্যবস্থা থাকছে শিশু আলয়ে। এই কেন্দ্রগুলিতে পড়া, খেলা এবং খেলার ছলে পড়ার নানা সামগ্রী থাকছে। এই সব সামগ্রী শিশুদের পড়াশোনার প্রতি আকর্ষণ বাড়াবে। অঙ্গনওয়াড়ি শিক্ষাকে আরও উন্নত ও বিজ্ঞানসম্মত করে তিন থেকে ছয় বছরের শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষার উন্নতি ঘটানোই শিশু আলয়ের প্রধান লক্ষ্য বলে জানা গেছে। এই এলাকায় আরও ২০টি শিশু আলয় গড়ে তোলা হবে বলে ব্লক উন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে।

ব্লক উন্নয়ন আধিকারিক শুভ সিংহ রায় বলেন,”মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত পরিকল্পনা হল শিশু আলয়। আজ কাঁটাবেড়িয়াতে মহকুমা শাসক এই শিশু আলয়ের উদ্বোধন করেন। স্থানীয় মানুষরাও শিশু আলয় নিয়ে যথেষ্ট উৎসাহিত।”