কলেজে কলেজে তৃণমূল নেতা-নেত্রীদের মাধ্যমে টাকা দিয়ে ভর্তি প্রক্রিয়া বন্ধ করা, তোলাবাজি বন্ধ করা সহ স্কুল ও কলেজে বহিরাগতদের প্রবেশ বন্ধ করে শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে সোমবার বিক্ষোভ মিছিল, পথসভা এবং জেলাশাসকের কাছে স্মারকলিপি দিল এসএফআই-এর বর্ধমান জেলা কমিটি। এসএফআই-এর সহ সম্পাদক বিনোদ ঘোষ জানিয়েছেন, এদিন ৬ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়েছে জেলাশাসকের কাছে। ৬ দফা দাবির মধ্যে কলেজে কলেজে শাসকদলের সন্ত্রাস বন্ধ করা সহ চক্রান্ত করে কলেজ নির্বাচন বন্ধ করার প্রতিবাদ জানানো হয়েছে। স্কুলের মিড ডে মিল প্রকল্পে সরকারী ব্যয় বৃদ্ধি করার দাবি জানানো হয়েছে। দাবি জানানো হয়েছে স্কুল ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে শূণ্য শিক্ষক পদ দ্রুত পূরণ করা এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সরকারি বই বছরের শুরুতেই প্রদান করারও। এদিন ষ্টেশন থেকে এসএফআই মিছিল সংগঠিত করে। পরে কার্জন গেটের সামনে পথসভাও করা হয়।

Like Us On Facebook